সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঐশ্বরিয়ার শ্লীলতাহানির সুযোগ পেতাম: রাধা রবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

ঐশ্বরিয়ার শ্লীলতাহানির সুযোগ পেতাম: রাধা রবি

হিন্দি জানলে ঐশ্বরিয়া রাইকে ধর্ষণের সুযোগ পেতাম— এমন মন্তব্য করে আলোচনায় দক্ষিণি অভিনেতা রাধা রবি। পুরনো এ ভিডিওটি সামনে এনেছেন গায়িকা চিন্ময়ী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এটি শেয়ার দিয়েছেন তিনি।

রাধা রবিকে এই ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমি বলেছিলাম, আমি যদি হিন্দি জানতাম, তবে ঐশ্বরিয়া রাইকে ধর্ষণ করার সুযোগ পেতাম। অর্থাৎ বলিউডে এমন চরিত্র পেতাম। তখন কেন আমি তামিলে এদের সঙ্গে অভিনয় করব?’


বিজ্ঞাপন


বিষয়টি পছন্দ হয়নি চিন্ময়ীর। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এই কথা শুনে উপস্থিত সকলেই হাসছেন। সত্যি কি এটা হাসির বিষয়? এই দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তি।’

এরপর তিনি আরও লেখেন, মনসুর আলি খানও ঠিক এই একই কথা লিখেছিলেন। যদিও এই ভিডিওর তলায় এক নেটিজ়েন লেখেন, ‘প্রথম লাইনের ইংরেজি অনুবাদ সঠিক হলেও পরবর্তী লাইনটা সঠিক নয়। পরবর্তী লাইনে তিনি বলতে চেয়েছেন, এমনই চরিত্র তারা আমাকে দেবে। তারা কি আমাকে ভালো চরিত্র দেবে?’

আরও পড়ুন: অভিষেকের আগে আরও একটি বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া? 

যদিও এর উত্তর দিতেও পিছপা হননি গায়িকা। তিনি লেখেন, ‘অনুবাদ সঠিক। এটা ইন্ডিয়া টুডে ওয়েবসাইট থেকে নেওয়া। তিনি এটাই বলেছেন।’ বর্তমানে এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। চরম ট্রলের শিকার রাধা রবি, এক শ্রেণির প্রশ্ন, ‘কেন কোনও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’


বিজ্ঞাপন


আরও পড়ুন: অভিষেকের সঙ্গে দূরত্ব, এক ছাদের নিচে সালমান-ঐশ্বরিয়া! 

তবে এ বিষয়ে চুপ আছেন ঐশ্বরিয়া ও বচ্চন পরিবার। শোনা যাচ্ছে তারা নিজেদের ঝামেলা নিয়ে ব্যস্ত। অভিষেকের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না সাবেক বিশ্বসুন্দরীর। তার জেরে শ্বশুরবাড়ি থেকে নাকি বাবার বাড়ি গিয়ে উঠেছেন বচ্চন পরিবারের বউ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর