শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে যা বললেন রিয়াজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দৌড়ঝাপ শুরু করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। তালিকাটা বেশ দীর্ঘ। এরইমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শাকিল খান, রুবেল, মাহিয়া মাহি, মনোয়ার হোসেন ডিপজলসহ আরও অনেকে।
এদিকে শোনা গিয়েছিল ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ আওয়ামীলীগের টিকিটে নির্বাচন করতে চান। রবে শেষ পর্যন্ত এ নায়ক মনোনয়ন পত্র কেনেননি তিনি। কেননা নির্বাচনে আসার ইচ্ছা নেই তার।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রিয়াজ বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর