শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মনোনয়ন ফরম কিনলেন মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন ফরম কিনলেন মাহি

রাজনীতিতে মনোযোগ দিয়েছেন মাহিয়া মাহি। হতে চান সংসদ সদস্য। গেল ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

তবে হাল ছাড়েননি মাহি। আগেই জানিয়েছিলেন ফের প্রার্থী হতে চান। এবার কিনলেন মনোনয়ন। গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে কেনা হয়েছে মনোনয়ন।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে মাহি বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।

এর আগে দুই আসন থেকে মনোনয়ন চাইবেন জানিয়েছিলেন মাহি। সে সময় রাজনীতি নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেছিলেন, যতদিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর