শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাফসানের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন জেফার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

রাফসানের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন জেফার 

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের ঘর ভাঙার পর থেকেই সামাজিক মাধ্যম উত্তাল। অনেকের মন্তব্য, কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেম করছেন রাফসান। সেকারণেই স্ত্রী সানিয়া এশাকে তালাক দিয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জেফার।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।’


বিজ্ঞাপন


রাফসানকে বন্ধু দাবি করে জেফার বলেন, ‘সে আমার একজন বন্ধু। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গে করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

এর আগে এশার বান্ধবী পরিচয় দিয়ে মেহজাবীন হক মাহি নামে এক তরুণীর দাবি করেন, রাফসান বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে এসেছেন। নেটিজেনদের কেউ কেউ দাবি করেছেন, বিলাসবহুল হোটেলে রাফসান-জেফারকে একসঙ্গে দেখেছেন।

এরপর এশার একটি ফেসবুক পোস্ট গুঞ্জনে ঘি ঢেলে দেয়। বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।’

এশার এমন পোস্ট দেখে অনেকের সন্দেহ ঘনীভূত হয়। সেইসঙ্গে রাফসান-এশাকে নিয়ে সন্দেহও জোরালো হয়। তারই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন জেফার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর