শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার মতো হতে চায় না জয়, জানালেন অপু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

বাবার মতো হতে চায় না জয়, জানালেন অপু 

সন্তানকে নিয়ে সব বাবা মায়েরই স্বপ্ন থাকে। সন্তানও অনেক সময় অনুসরণ করে বাবার পথ। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। বাবার মতো নায়ক হতে চায় না সে। এক সাক্ষাৎকারে এ কথা জনিয়েছেন অপু।

জয়কে নিয়ে অপু বলেন ‘জয়কে নিয়ে ভক্তরা ভাবেন, বড় হয়ে বাবার মতোই হয়ত নায়ক হবে সে। কিন্তু জয়ের ইচ্ছে নায়ক নয়, হতে চায় কাউবয়।’


বিজ্ঞাপন


অপু বিশ্বাস আরও বলেন, ‘জয়ের নানির খুব ইচ্ছা ছিল, ও বড় হয়ে ডাক্তার হবে। মানুষের চিকিৎসা করবে। গরীব রোগীদের বিনা পয়সায় সেবা করবে। আমিও সেটাই চাই। জয় বড় হয়ে ডাক্তার হবে। জয়ও সেটাই চায়। মানে আমাদের মুখ থেকে শুনে শুনে জয়ের মধ্যেও সেই ইচ্ছে প্রবল হয়েছে। তবে জয়ের নিজের ইচ্ছা সে হবে কাউবয়। ঘোড়া নিয়ে ছুটে চলবে। আর সঙ্গে যাবে ট্রাম্পেট।’

অপু আরও বলেন, ‘শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় এটাই বলে। আর জয় যা হতে চাইবে তাতে তার আপত্তি নেই। ওর দাদা-দাদির কথাও একই জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।’

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর