রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার চেহারার সঙ্গে আলিয়া ভাটের মিল আছে: সাদিয়া আয়মান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

আমার চেহারার সঙ্গে আলিয়া ভাটের মিল আছে: সাদিয়া আয়মান 

ছোটপর্দার দর্শকদের অধকাংশই এখন ঝুঁকেছেন সাদিয়া আয়মানের দিকে। তার সৌন্দর্য ও অভিনয়ে মুগ্ধ তারা। এরইমধ্যে ওটিটিতে ফিতা কেটেছেন তিনি। সেখানেও হয়েছেন প্রশংসিত। এবার সাদিয়া জানালেন, সবাই তাকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে মেলায়। ডাকেও আলিয়া ভাট বলে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভার্চুয়াল ওয়ার্ল্ডে সাদিয়াকে কী নামে ডাকে সবাই? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেকে বলে আমার চেহারার সঙ্গে আলিয়া ভাটের মিল আছে। তাই আমাকে সবাই আলিয়া ভাট বলে ডাকেন। তাদের বক্তব্য, আমাকে দেখতেও তার মতো, অভিনয়ও নাকি তার মতোই করি। এসব শুনতে আমার খুব ভালো লাগে। কারণ আলিয়া ভাট আমারও ভীষণ পছন্দের একজন তারকা। আমার তো ওর অভিনয় দারুণ লাগে। তারকা হিসেবে তার বিভিন্ন ইন্টারভিউ দেখেও ভালো লাগে।’


বিজ্ঞাপন


359783316_772524998206901_300559540108855386_n

এরপর বলেন, ‘এত বড় ট্যালেন্টেড অভিনেত্রীর সঙ্গে যদি আমার তুলনা দেওয়া হয়, তাহলে তো ভালো লাগবেই। দ্বিতীয়ত, আমাকে হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ, যিনি আমার ভীষণ ভীষণ প্রিয়, তার সঙ্গেও অনেকে তুলনা করেন। আবার এমনও শুনি, হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে নাকি আমাকে নিয়ে অবশ্যই কাজ করতেন। অনেক রকমের প্রশংসা পাই। আমিও অনুপ্রাণিত হই।’

আজ ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘প্রচলিত’-এর নতুন পর্ব ‘কলিংবেল’। এতে দেখা যাবে সাদিয়াকে। এছাড়া তিনি ব্যস্ত আছেন ঈদের নাটকের শুটিং নিয়ে। এরইমধ্যে ‘ধানসিঁড়ি’ ও ‘ইলিশের গন্ধ’নামের দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর