বলিউডে যে কজন স্টারকিড রয়েছে যারা এখনও অভিনয়ে পা রেখে উঠতে পারেনি, তাদের মধ্যে অন্যতম আরাধ্য বচ্চন। যার বাবা-মা, দাদা-দাদি সবাই সেলিব্রেটি। কিন্তু জানেন কী ঐশ্বরিয়া-অভিষেক কন্যার স্কুলের এক মাসের বেতনের জন্য কত গুনতে হয়?
বলিউডে সেলেবকিডরা অধিকাংশ সময়ই বেছে নিয়ে থাকেন ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। আরাধ্যাও ওই স্কুলে পড়ে। শাহরুখের ছেলে মেয়ে, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, শ্রীদেবী, অধিকাংশ স্টারেরাই তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করিয়েছিলেন।
বিজ্ঞাপন
শোনা যায়, এই স্কুলে মাসিক বেতন ১ লাখ ৭০ হাজার রুপি। এই স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলার চেষ্টা করা হয়। আর এখানে যারা পড়ে তাদের অধিকাংশই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যায়।
দেখতে দেখতে ১৩ বছরে পা রাখতে চলেছে আরাধ্য। ২০১১ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে সে। পরিবার তারকায় ভরপুর হওয়ায় আরাধ্য হয়ে উঠেছে ক্ষুদে তারকা।

