শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

সমালোচিত অক্ষয়, মান বাঁচল আল্লুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সমালোচিত অক্ষয়, মান বাঁচল আল্লুর
কোলাজ: ঢাকা মেইল

বিজ্ঞাপনচিত্রে অভিনয় তারকাদের জন্য নতুন কিছু নয়। তবে সম্প্রতি বিজ্ঞাপনে অংশ নিয়ে বেকায়দায় পড়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অন্যদিকে বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মান বেঁচেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের। 

অনুরাগীরা সধারণত প্রিয় তারকাদের মাথায় করে রাখেন। এবার নাখোশ হয়েছেন অক্ষয়ের ওপর। সম্প্রতি এই বলিউড তারকাকে পান-মশলার একটি বিজ্ঞাপনে দেখা গেছে। তাতেই ক্ষোভ জমেছে তাদের। 


বিজ্ঞাপন


অক্ষয় অভিনীত ‘বিমল এলাচ’ নামের পান-মশলার বিজ্ঞাপনটি ইতোমধ্যেই ভাইরাল। তারপর থেকেই নেটিজেনরা অক্ষয়ের সমালোচনায় মুখর। সবার এক প্রশ্ন, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কেন অংশ নিলেন অক্ষয়?

Akshay Kumar

প্রথমে এ নিয়ে কিছু না বললেও এবার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন অক্ষয়। শুরুতেই দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সকল অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট ক্ষমা চাইছি। বেশ কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া খেয়াল করছিলাম। আমি বুঝতে পেরেছি, পান-মশলার বিজ্ঞাপনে অংশ নেওয়া আমার উচিত হয়নি।’

সেই সঙ্গে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ দান করার ইচ্ছা প্রকাশ করে অক্ষয় লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এই বিজ্ঞাপনের পারিশ্রমিক আমার নিজের প্রয়োজনে খরচ করব না। এর সবই আমি দান করে দিতে চাই।’


বিজ্ঞাপন


পাশাপাশি এহেন কাণ্ড ভবিষ্যতে করবেন না বলে কথা দিয়ে তিনি লিখেছেন, ‘কথা দিচ্ছি, তামাকজাত পণ্যের প্রচারে আমাকে আর কখনও দেখবেন না আপনারা।’

প্রিয় তারকার এমন প্রতিক্রিয়ায় খুব খুশি হয়েছেন অনুরাগীরা। জমানো ক্ষোভ ভুলে মুহূর্তেই তারা ধন্যবাদে ভরিয়ে দিয়েছেন তাকে।

Allu Arjun

এদিকে ‘পুষ্পা’ জ্বরে এখনও ভুগছেন দর্শক। আল্লু অর্জুনের ‘ঝুকেগা নেহি’ সংলাপের রেশ এখনও কাটেনি। এটাকেই পুঁজি করতে চেয়েছিল একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা আল্লুকে তাদের একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু অক্ষয়ের মতো ভুল করেননি আল্লু। তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে আল্লু অর্জুনের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ধূমপানে আসক্তি নেই এই অভিনেতার। তাছাড়া তিনি চান না তার কারণে মানুষ খারাপ কিছু করতে উৎসুক হোক। এজন্যই তার সরে আসা।

আল্লু অর্জুন বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন ‘পুষ্পা: দ্য রাইজে’র দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় অভিনয়ের। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালে। আর অক্ষয় অপেক্ষায় আছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মুখোমুখি হওয়ার। আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে শাহরুখের সিনেমা ‘ডানকি’। একই সময়ে মুক্তি পাবে অক্ষয়ের নতুন সিনেমা ‘বরে মিয়া ছোট মিয়া’ । ধারণা করা হচ্ছে, তাদের লাড়াইটা এবার জমে যাবে বেশ।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর