চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। তবে বিষয়টি মেনে নিতে পারেন না সাধারণ মানুষজন। অনেকে আছেন পর্দায় যে চরিত্রে দেখেন বাস্তবেও অভিনয়শিল্পীদের তেমনই ভেবে বসেন। এমনটাই হয়েছিল অভিনেত্রী বন্যা মির্জার সঙ্গে। এইডস আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করায় প্রেমিক ভেবেছিলেন, আসলেই এইডস হয়েছে তার।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছেন বন্যা। তারই একটি অংশে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘একটা গল্প বলি। নিজের অভিজ্ঞতা— আমি যখন পতিতার চরিত্র করি, তখন পতিতা চরিত্র কেউ করতে চাইতেন না। ফলে আমার কাছে আসত, আর আমি করতাম। এইডস রোগের নামও তখন নতুন শুনছি আমরা। তো গল্পের সেই পতিতার আবার এইডস হলো। বিষয়বস্তু মোটামুটি এরকম।’
বিজ্ঞাপন
অভিনেত্রী লিখেছেন, “আমার কলিগরা তো বললেনই এরকম চরিত্র করা আমার ঠিক হয়নি। এমনকি আমার তৎকালীন বয়ফ্রেন্ডও মোটামুটি ধরেই নিলেন যে আমারই এইডস হয়েছে! গালি তো দিলেনই, নোংরা কথায় নানান রকম খোঁটা দিতে থাকলেন। আমি নাকি বেশি স্মার্ট হয়ে গেছি। নাটকের নাম ‘খণ্ড- ৎ’। নজরুল কোরেশীর পরিচালনা।”
সম্প্রতি মুক্তি পেয়েছে আজমেরি হক বাঁধনের ক্যারিয়ারের প্রথম বলিউড সিনেমা ‘খুফিয়া’। এতে সমকামী চরিত্রে দেখা গেছে তাকে। এমন চরিত্রে অভিনয় করায় অনেকে তার সমালোচনায় মেতেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই নিজের জীবনের গল্প সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন বন্যা।

