রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রভার ভিডিও ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

প্রভার ভিডিও ভাইরাল 

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ফেসবুকে খুব একটা দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। এবার সেখান থেকেই ভাইরাল হলো প্রভার ২৫ সেকেন্ডের একটি ভিডিও।

নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেছেন প্রভা। সেখানে দেখা গেছে, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন। ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় এ তারকাকে।


বিজ্ঞাপন


 আরও পড়ুন: প্রশ্নটি শুনতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন প্রভা

প্রভার ওই ভিডিওটি দেখতে ভিড় লেগেছে নেটাগরিকদের। তার অনুসারীরা লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। তবে সেসব ইতিবাচক মন্তব্য। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ আবার তার প্রতি নিজের ভালোবাসা জানিয়েছেন।


বিজ্ঞাপন


ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে। তবে সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে এখন ছন্দে ফিরেছেন অভিনেত্রী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর