মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মা হলেন কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১২:০০ পিএম

শেয়ার করুন:

মা হলেন কাজল আগারওয়াল
কাজল আগারওয়াল । ছবি: সংগৃহীত

জানুয়ারিতে ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। এরপর তিনি পর্যায়ক্রমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন নেট দুনিয়ায়। বেবি বাম্পের শ্যুটের ছবিও দেখিয়েছেন অনুরাগীদের। তখন থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন সুখবরের অপেক্ষায়।

এবার এলো সেই সুখবর। মা হয়েছেন কাজল। মঙ্গলবার (১৯ এপ্রিল) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজেই সে খবর সবাইকে জানিয়েছেন ইনস্টাগ্রামে। সঙ্গে সঙ্গে অনুরাগী ও সহকর্মীরা অভিনন্দনে ভাসিয়েছেন তাকে।


বিজ্ঞাপন


তবে এখানেই ট্রেন্ড ভেঙেছেন কাজল। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে প্রচলিত প্রথা অনুযায়ী সবকিছু নেট দুনিয়ায় প্রকাশ করেছেন। কিন্তু নবজাতকের ছবি প্রকাশ করেননি তিনি। এতে অবশ্য কারও তেমন আক্ষেপ নেই। প্রিয় তারকা মা হয়েছেন, এতেই সবাই খুশি। আপাতত তারা ব্যস্ত আছেন কাজল-গৌতম দম্পতিকে অভিনন্দন জানাতে।

২০২০ সালে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি রূপ নেয়। তখন করোনার প্রকোপ ঠেকাতে ভারত সরকার সকল প্রকার জনসমাগম বন্ধে আইন জারি করেন। সেসময় চুপি চুপি বিয়ে করে বসেন কাজল আগারওয়াল। সাত পাকে বাঁধা পড়েন গৌতমের সঙ্গে। কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর