দিন কয়েক আগে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের পরিবারে বাজে বিচ্ছেদের সুর। নিকের ভাই জো জোনাসের সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার স্ত্রী অভিনেত্রী সোফি টার্নারের।
গুঞ্জন উঠেছে এরপর থেকেই বেশ সতর্ক প্রিয়াঙ্কা। দেবরের বিচ্ছেদ থেকে শিক্ষা নিয়ে স্বামীকে রাখছেন চোখে চোখে। সামাজিক মাধ্যমেও উঠে এসেছে তার প্রমাণ।
বিজ্ঞাপন
জো-সোফির বিচ্ছেদের পর থেকে সংসারকে যেন আরও বেঁধে রাখতে চাইছেন প্রিয়াঙ্কা। বোন পরিণীতির বিয়েতেও আসতে পারেননি। ‘জোনাস ব্রাদার্স’-এর সঙ্গে কখনও ফার্ম হাউজ আবার কখনও বা সুইমিং পুলে সময় কাটাতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। নিক জোনাসের সঙ্গে তার ডিনার ডেটের ছবিও হয়েছে ভাইরাল।
ছবিতে দেখা গেছে, কালো রঙের লং কোট পরে ‘দেশি গার্ল’। স্ত্রীয়ের হাত ধরে রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন নিক জোনাস। সেই পোস্টের কমেন্টেই নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘দেওরের বিবাহ বিচ্ছেদের পর থেকেই প্রিয়াঙ্কা স্বামীকে আগলে রাখতে মরিয়া!’
২০১৮ সালে ঘর বাঁধেন নিকিয়াঙ্কা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যা মালতী। স্বামী সন্তান নিয়ে সংসার বেশ সুখেই আছেন পিগি চপস। সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি ক্যারিয়ার গড়ে তুলেছন হলিউডে।

