সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদামাটির পাহাড়ে ইত্যাদি, প্রচারিত হবে আজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

সাদামাটির পাহাড়ে ইত্যাদি, প্রচারিত হবে আজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কোনো পর্বেই বৈচিত্রের ঘাটতি থাকে না। আয়োজনের জন্য প্রতিবারই বেছে নেওয়া হয় গুরুত্বপূর্ণ স্থান। কখনও তার সঙ্গে সম্পর্ক থাকে ইতিহাসের পাতার আবার কখনও দৃশ্যধারণ করা হয় চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কোনো স্থানে। এবার ইত্যাদির আয়োজনে বেছে নেওয়া হয়েছে নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোণা সাদামাটির পাহাড়।

পর্বটি আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। বরাবরের মতো এবারও ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত।


বিজ্ঞাপন


এবারের ইত্যাদির বিশেষ আকর্ষণ কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিন পালাকার। নেত্রকোণা অঞ্চলের দুটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। সংগীতায়োজন করেছেন মেহেদী।

এছাড়া বরেণ্য গীতিকবি রফিকুজ্জামানের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বিজয়পুরেরই স্থানীয় দুই শতাধিক গারো, হাজং ও বাঙালি নৃত্যশিল্পী।

দ্বিতীয় পর্বে থাকছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী মলয় কুমার গাঙ্গুলী। নেত্রকোনার এই সন্তান নির্বাচিত দর্শকের সঙ্গে অংশ নেবেন।

এ ছাড়া রয়েছে মৌলভীবাজারের মানবিক মানুষ অমলেন্দু কুমার দাশের ওপর একটি মানবিক প্রতিবেদন এবং নিয়মিত সব আয়োজন। ইত্যাদির মঞ্চ সাজানো হয়েছে বিজয়পুরে সাদামাটির পাহাড়ের সামনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর