সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জাওয়ান’-এর টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা শাহরুখের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

‘জাওয়ান’-এর টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা শাহরুখের

হাজার কোটির ঘর ছুঁয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। এ নিয়ে উচ্ছ্বাসের সীমা নেই কিং খানের। তার অনুরাগীরাও ভাসছেন উন্মাদনায়। এবার তাদের উন্মাদনা বাড়িয়ে দিতে শাহরুখ ঘোষণা দিলেন ফ্রিতে মিলবে ‘জাওয়ান’-এর টিকিট।

তবে গাটের পয়সা একেবারেই না খরচ করলে নয়। সিনেমার একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেওয়ার ঘোষণা করেছেন শাহরুখ। আর তা শুনেই কিং খান ভক্তরা আরও উচ্ছ্বসিত। কপোত-কপোতীরা এরইমধ্যে ফের প্রেক্ষাগৃহে ঢুঁ মারার পরিকল্পনা করে ফেলেছেন।


বিজ্ঞাপন


এদিকে সিনেমার আয়ের ঘরে জমা হয়েছে ১০২২ কোটি রুপি। একই বছরে শাহরুখের দুটি ছবি হাজার কোটির ঘর ছুঁয়েছে। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘ডানকি’। অনুরাগীদের ধারণা এ ছবিও একইভাবে তাণ্ডব চালাবে প্রেক্ষাগৃহে।

এরইমধ্যে অনুরাগীদের মাঝে দেখা যাচ্ছে ‘ডানকি’ ঝড়। তা উসকে দিতে শাহরুখও আছেন প্রস্তুত। সম্প্রতি বাথরুমে বসে ছবিটি নিয়ে ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছে কিং খান। শেষে তাদের আড্ডায় ঢুকে যান  নির্মাতা রাজকুমার হিরানি।

শাহরুখের উদ্দেশ্যে হিরানি লেখেন, ‘স্যার, দয়া করে বাথরুম থেকে বেরিয়ে আসুন। আপনি কী করছেন? আপনাকে ট্রেলার দেখাতে হবে’ উত্তরে শাহরুখ লেখেন, ‘ওহ স্যার, আসছি, বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম’। অনুরাগীদের উদ্দেশ্য শাহরুখ লেখেন, দুঃখিত, এখনই তাড়াহুড়ো করতে হবে। শিগগিরই থিয়েটারে দেখা হবে। আপনাদের সকলকে ভালোবাসি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর