সময় এখন বলিউড সুপারস্টার শাহরুখ খানের। পাঠান, জাওয়ান দিয়ে বাজিমাত করেছেন তিনি। এবার অনুরাগীরা অপেক্ষায় আছেন তার পরবর্তী সিনেমা ডানকির জন্য। কিং খানও ছবিটি নিয়ে এতটাই উত্তেজিত যে বাথরুমে গিয়ে ডানকি নিয়ে আড্ডায় মাতলেন অনুরাগীদের সঙ্গে।
নেটমাধ্যমে এসআরকে সেশনে নিয়মিত অংশ নেন শাহরুখ। সেখানে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গতকাল বুধবার শৌচাগারে এসআরকে সেশন শুরু করেন কিং খান। দেড় ঘণ্টা সময় আড্ডা দেন অনুরাগীদ্রের সঙ্গে। শেষে তাদের আড্ডায় ঢুকে যান ডানকির নির্মাতা রাজকুমার হিরানি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভাই ভাই-ই হয়: সালমানকে শাহরুখ
আরও পড়ুন: টিজারে ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইলেন সালমান
শাহরুখের উদ্দেশ্যে হিরানি লেখেন, ‘স্যার, দয়া করে বাথরুম থেকে বেরিয়ে আসুন। আপনি কী করছেন? আপনাকে ট্রেলার দেখাতে হবে’ উত্তরে শাহরুখ লেখেন, ‘ওহ স্যার, আসছি, বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম’। অনুরাগীদের উদ্দেশ্য শাহরুখ লেখেন, দুঃখিত, এখনই তাড়াহুড়ো করতে হবে। খুব শীঘ্রই থিয়েটারে দেখা হবে। আপনাদের সকলকে ভালোবাসি।
ডানকি প্রযোজনা করেছে জিও স্টুডিওস, রেড মরিচ বিনোদন এবং রাজকুমার হিরানী চলচ্চিত্র। ছবিটি ২২ শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

