সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাঘব-পরিণীতির বউভাতের অনুষ্ঠান বাতিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

রাঘব-পরিণীতির বউভাতের অনুষ্ঠান বাতিল

রোববার (২৪ সেপ্টেম্বর) চার হাত এক হয়েছে রাঘব-পরিণীতির। কথা ছিল বিয়ের পর দিল্লি ও মুম্বাইয়ে আলাদা করে বউভাতের অনু্ষ্ঠানের আয়োজন করবেন তারা। সেটি আর হচ্ছে না। বাতিল হয়ে গেছে তাদের প্রীতিভোজের অনু্ষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দিন কয়েক আগে শোনা গিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে রাঘব ও পরিণীতির রিসেপশনের আসর। পরিণীতি মুম্বাইয়ের বাসিন্দা হলেও রাঘবের বড় হয়ে ওঠা দিল্লিতে। সে কথা মাথায় রেখেই তার রাজনীতির জগতের বন্ধু ও সহকর্মীদের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করার কথা ছিল যুগলের। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভাই ভাই-ই হয়: সালমানকে শাহরুখ

আরও পড়ুন: টিজারে ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইলেন সালমান

সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল একটি আমন্ত্রণপত্রও। কিন্তু পরে শোনা যায় সেই প্রীতিভোজের অনুষ্ঠান নাকি বাতিল হয়েছে। তার বদলে আগামী ৪ অক্টোবর মুম্বাইয়ে একটি রিসেপশনের অনুষ্ঠান রাখছেন রাঘব ও পরিণীতি। তবে বউভাত বাতিল হওয়া সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রাঘব বা পরিণীতি।

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ-কাণ্ড থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর