করোনা মহামারিতে বলিউডের অবস্থা নাকাল ছিল। সেই সুযোগে ডানা মেলেছিল দক্ষিণি সিনেমা। অনেকে ভেবেছিলেন, বি-টাউনের দিন বুঝি শেষ। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে বলিউডে সুসময় ফিরিয়ে আনেন। সে ছবিতে হাজির হয়ে সালমান খান আভাস দিয়েছিলেন, ধারাবাহিকতা রাখতে এ বছরই টাইগার হয়ে আসছেন তিনি। তারপর থেকেই মুখিয়ে ছিলেন ভাইজানের অনুরাগীরা। এবার অপেক্ষার অবসান হলো। প্রকাশ পেল ‘টাইগার-৩’র টিজার।
নিজের ফেসবুকে টিজারটি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে যা লিখেছেন তার ভাবার্থ, যতক্ষণ টাইগার বেঁচে থাকে ততক্ষণ টাইগার হারে না।
বিজ্ঞাপন
‘টাইগার ৩’ ছবির ঝলক প্রকাশ্যে আসতেই সালমান খানের হয়ে গলা ফাটালেন শাহরুখ খান। বুধবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রশ্নত্তর পর্ব করেন শাহরুখ খান। সেখানে ‘টাইগার-৩’ এর টিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান ভক্তরা।
শাহরুখ খান বলেন, ‘এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ ছবি হতে চলেছে। ভিতরের খবর দিচ্ছি কিন্তু।’
আরেক পোস্টে শাহরুখ বলেন, ‘ভাই ভাই-ই হয়.. টাইগার-৩ এর ঝলক দারুণ লেগেছে।’
টাইগার-৩ এর ঝলক দেখার জন্য বছরখানেক ধরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। সালমান ভক্তদের আশা, শাহরুখ খানের দুই ছবি ‘পাঠান’, ‘জওয়ান’ এর হাজার কোটির রেকর্ডও ভেঙে দেবে টাইগার-৩।
বিজ্ঞাপন
ট্রেলার প্রকাশের আগেই ছবির গল্পের সূত্র ধরিয়ে দিলেন ভাইজান। যশরাজ ফিল্মস এর এই ফ্রাঞ্চাইজিতে সালমানকে দর্শক ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ এর সদস্য অবিনাশ সিংহ রাঠোর ওরফে ‘টাইগার’ চরিত্রে দেখেন। এবার রহস্যের জাল আরও বিস্তৃত। কারণ দেশের কাছে তিনি একজন ‘দেশদ্রোহী’!
‘টাইগার-৩’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।
একে

