ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ছবিটি।
এছাড়া কোরবানি ঈদে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ ছবি ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিবেশের কারণে অনেকেই ধরে নিয়েছিলেন, রাফীর নির্মাণে আর পাওয়া যাবে না শাকিবকে। ধরনাটি ভুল প্রমাণিত হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, ‘প্রেমিক’ না হলেও রাফীর পরিচালনায় নতুন ছবিতে যুক্ত হতে যাচ্ছেন শাকিব।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে বিশ্বস্ত এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘প্রেমিক’ নয় শাকিবকে নিয়ে অন্য আরেকটি ছবি করতে যাচ্ছেন রাফী। অক্টোবরে বড় আয়োজনের মাধ্যমে সেই ঘোষণা আসবে। নাম চূড়ান্ত হয়নি, তবে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর কোরবানির ঈদের জন্য। প্রযোজনায় থাকছে চরকি, আলফা আই, এসভিএফ।
সূত্র আরও জানিয়েছে। ছবিটি হবে অ্যাকশন ধাঁচের। এ নিয়ে শাকিবের সঙ্গে রাফীসহ অন্য প্রযোজকদের মিটিং হয়েছে একাধিকবার। এ প্রসঙ্গে রাফী বলেন, ‘অনেক ছবি নিয়ে আলোচনা চলছে। আসলে এটা নিয়ে বলার মতো কিছু নেই। যদি কিছু হয় তবে প্রযোজনা সংস্থা থেকে জানাবে। তবে শাকিব ভাইকে নিয়ে কিছু করলে চমকে দেওয়ার মতো কিছু করব।’
শাকিবকে নিয়ে এ নির্মাতা আরও বলেন, ‘সামনে আমার ভালো ভালো সিনেমা আসবে। শাকিব ভাই আমাদের সুপারস্টার। তাকে সবসময় সম্মান জানাই, পছন্দ করি। তিনিও আমাকে স্নেহ করেন। তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।’

