টলিউড সুপারস্টার জিতের অনুরাগীরা এই মুহূর্তে ভাসছেন আনন্দে। কেননা প্রিয় তারকা জানিয়েছেন, বাবা হতে যাচ্ছেন তিনি। ১১ বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জিতের স্ত্রী মোহনা রতলানি। সামাজিক মাধ্যমে অভিনেতা নিজেই জানিয়েছেন এ তথ্য।
আজ বুধবার ইনস্টাগ্রামে স্ত্রীর বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে জিৎ লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।” যে ছবি জিৎ শেয়ার করেছেন, তাতে তিনি, মোহনা আর নবন্যা, সকলেই সবুজ রঙের পোশাক পরে রয়েছেন। আর ছবিতে মোহনার বেবিবাম্প সুস্পষ্ট।
বিজ্ঞাপন
শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্যের ঘর। অঙ্কুশ থেকে প্রিয়ঙ্কা ত্রিবেদী সবাই আছেন সে তালিকায়। বড় পর্দায় প্রথমবার প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়ক। অভিনেত্রী লেখেন, “দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।” অঙ্কুশ লিখেছেন “তোমাদের শুভেচ্ছা জিৎদা।”
সম্প্রতি জিৎ শেষ ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ‘মানুষ’ প্রযোজনায় করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

