সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি সিরিজে এনশী মল্লিক, কাজ করতে চান বাংলাদেশেও

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

টি সিরিজে এনশী মল্লিক, কাজ করতে চান বাংলাদেশেও

বলিউডে গত এক দশকের সেরা প্লেব্যাক শিল্পীদের মধ্যে একজন মোহাম্মদ ইরফান। মার্ডার-২ সিনেমায় ‘দিল সামাল যা যারা ফির মোহাব্বাত কারনে চালা হে তু’ গানটির মাধ্যমে উপমহাদেশ জুড়ে পরিচিতি পেয়েছিলেন। হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, ওড়িয়া, তেলেগু, বাংলা এবং মারাঠি ভাষায়ও তার একাধিক জনপ্রিয় গান রয়েছে।

২৪ সেপ্টেম্বর টি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ইরফানের নতুন বাংলা গান ‘এভাবে তুই’। ক্ল্যাসিকাল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন নীল। যথারীতি পূর্বের গানগুলোর মতো এটিও দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তবে গানটির দর্শক বাড়ার আরও একটি কারণ হলো মডেল এনশী মল্লিক। গানে তার দুর্দান্ত উপস্থাপনা বিশেষ করে কালো আর সাদা পোশাকে সৈকতে যে ঝলক দিয়েছেন তা শ্রোতাদের মন কেড়েছে। তারপরই শো স্টপিং রেড চিলিরঙা সিকুইনের একটা শাড়িতে দেখা দেন তিনি। এরপর থেকে এই গানের আলোচনার একটা বড় কারণ হয়ে ওঠেন এই তারকা।


বিজ্ঞাপন


381734187_280464921490357_2812693626904167644_n

এনশী মল্লিক বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে দীঘাতে (পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত)। রোদের মধ্যে শুটিং করতে হয়েছে। রোদে বালির মধ্যে এলার্জি হয়ে যায় মুখে। চোখের পাশে ছাড়া মেকআপ করতে পারিনি। কিন্তু পুরো টিম প্রচণ্ড কো-অপারেটিভ ছিল তাই কাজটি যত্ন নিয়ে করতে পেরেছি।’

তিনি বলেন, ‘‘টি সিরিজের মিউজিক ভিডিওর জন্য গত বছর ডিসেম্বরে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করা হয়েছিল।  শুটিং হয় চলতি বছরের জুনে। আমি ‘এক ভিলেন’ সিনেমার ‘বানজারা’ গানটি শোনার পর থেকেই মোহাম্মদ ইরফানের ভক্ত। ওনার মতো একজন শিল্পীর গানে মডেল হিসাবে কাজ করতে পারাটা আমার ক্যারিয়ারে একটা টানিং পয়েন্ট বলা যেতে পারে।’’

384448025_336560042173966_3570470873070226603_n


বিজ্ঞাপন


শোবিজে এনশী মল্লিকের যাত্রাটা শুরু হয়েছিল ক্লাস সেভেনে পড়ার সময়। ‘বধু বরণ’ সিরিয়ালে কাজ করেছিলেন তখন। এ প্রসঙ্গে এনশী মল্লিক বলেন, ‘ ওই সিরিয়ালে ছোট্ট একটি চরিত্র দিয়ে আমার শোবিজ ক্যারিয়ার শুরু। তারপর টেন পর্যন্ত কোনো কাজ করা হয়নি। মাঝে মধ্যে মডেলিং করেছি। এলিমেন্ট ফ্যাশন, অশোক শাড়ি, সিটি গার্ল, ইরেক ইন্ডিয়া, উৎসব শাড়ি, ডায়মন্ডসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুটে মডেল হয়েছি।’

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করা এই তারকা এখন নিয়মিত কাজ করছেন ওয়েব সিরিজেও। আগ্রহ আছে বাংলাদেশে কাজ করার। এনশী মল্লিক বলেন, ‘‘কলকাতার অনেক ছেলে মেয়ে তো এখন বাংলাদেশে গিয়ে কাজ করছেন। কিছুদিন আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও একজন কাজ করেছেন। আমি যদি বাংলাদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পাই অবশ্যই করব।’’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর