রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল্লাহ তোমার মঙ্গল করুন, জন্মদিনে জয়ের উদ্দেশে শাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

আল্লাহ তোমার মঙ্গল করুন, জন্মদিনে জয়ের উদ্দেশে শাকিব

বাবা শাকিব খান ঢাকাই সিনেমার একমাত্র সুপারস্টার, মা অপু বিশ্বাসও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাবা-মায়ের এই তারকাখ্যাতি তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়কেও ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই। আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। বিশেষ এই দিনে পুত্রকে শুভেচ্ছায় সিক্ত করেছেন পিতা শাকিব।

শাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, জয় ভালোবাসা জানাচ্ছে শাকিবকে। ক্যাপশনে কিং খানও দিয়েছেন উত্তর। তিনি লিখেছেন, আমিও তোমাকে ভালোবাসি আব্রাম। দিনটি বারবার ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ছেলের জন্মদিনে অপুকে খোঁচা দিলেন শাকিব

আরও পড়ুন: একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-অপু

এর আগে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীর। তার পেজে একটি রিল শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে, সুরে সুরে বীর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে জয় ভাইয়া।

বিষয়টি আপ্লুত করেছে নেটিজেনদের। একজন লিখেছেন, রক্তের ওপর রক্তের টান আছে, কোন হিংসে নাই আলহামদুলিল্লাহ, দেখি অনেক ভালো লাগল। অন্য একজন লিখেছেন, এই প্রথম কিছু একটা ভালো লাগল।


বিজ্ঞাপন


শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর