শাহরুখ খান। যার সাফল্য অনেকের কাছেই ঈর্ষার কারণ। আর তা হওয়াই স্বাভাবিক। দিল্লির অতি সাধারণ পরিবার থেকে আসা ছেলেটি যেভাবে বলিউড জয় করেছে তা সত্যিই ঈর্ষণীয়। চোখে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডের রঙিন দুনিয়ায় পা রেখেছিলেন শাহরুখ। সেই স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন নিজের জেদে, কাজে। তার এই পথচলা পুরো বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায়। নিজেকে ভালোবাসতে শেখায়।
অনেক সময় শোনা যায় বিখ্যাত হওয়ার পর অতীত জীবনকে মিস করেন তারকারা। প্রকাশ্যে ফুচকা বা পাও ভাজি খাওয়া, ইচ্ছেমতো ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যায় স্টার হলে। চলতে হয় দেহরক্ষী নিয়ে। শাহরুখও কি তার পুরনো জীবনকে মিস করেন? ফিরে যেতে চান অতীতে?
বিজ্ঞাপন

একটি টকশোতে শাহরুখ এই প্রশ্নের উত্তর দেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, পুরনো জীবনে ফিরে যেতে চান না। কারণ, সেই সাধারণের জীবন তিনি কখনোই চাননি। বরাবরই চেয়েছিলেন বিখ্যাত হতে। চেয়েছিলেন, তার চারপাশে ৫ জন দেহরক্ষী থাকুক। তাকে দেখে মানুষ ছুটে-ছুটে আসুক।
ব্যক্তিগত বিমানে এদেশ থেকে ওদেশ যাওয়ার ইচ্ছে ছিল তার। চেয়েছেন নিজের দামী গাড়ি থাক। আজ তার আইসক্রিম খেতে ইচ্ছে হলে সামনে ৫টি ফ্লেভারের আইসক্রিম এসে হাজির হয়। সমুদ্রের ধারে পাও ভাজি খেতে চাইলে তার কাছে চলে আসে পাও ভাজি। সঙ্গে চলে আসে এক বস্তা বালিও। এই জীবন শাহরুখকে অনেক আনন্দ দেয়। তাই বলিউড বাদশাহ কখনোই পিছনে ফিরে তাকাতে চান না।

বিজ্ঞাপন
শাহরুখের এমন মন্তব্য অনেকের মনেই অনুপ্রেরণা জুগিয়েছে। যারা লোকের ভয়ে নিজের সাফল্যকে প্রদর্শন করতে সাহস পান না, তারা শাহরুখের কথাগুলো শুনে হয়তো খানিক সাহস সঞ্চয় করতে পারেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। বর্তমানে বক্স অফিস রাজত্ব করছে সিনেমাটি। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। আবার বছর শেষে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। ২০১৮ সালের ‘জিরো’ মুক্তি পাওয়ার পর তা কার্যতই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অনেকেই বলেছিল এখানেই শাহরুখের ইতি ঘটেছে। সিনেমার মতো তিনি হিরো থেকে জিরো হয়ে গেছেন।

তবে নিন্দুকের মুখে ছাই ছুঁড়ে আবার রাজার বেশে ফিরে এসেছেন কিং খান। ২০২৩ সাল আসতে না-আসতেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন তিনি। তবে অনুরাগীরা বলছেন, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ নয়, শাহরুখের এ বছরের আসল ব্লকবাস্টার হিট সিনেমা হতে যাচ্ছে রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাঙ্কি’।
এনএম

