সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাজার কোটি থেকে কতদূর ‘জাওয়ান’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ পিএম

শেয়ার করুন:

হাজার কোটি থেকে কতদূর ‘জাওয়ান’? 

মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেছে ‘জাওয়ান’-এর। এরইমধ্যে ভারত থেকে ঘরে তুলেছে ৫০০ কোটি। বিশ্বব্যাপী এখনও দাপট অব্যহত। তাই সবার প্রশ্ন, হাজার কোটি থেকে আর কতদূর শাহরুখ খানের ‘জাওয়ান’?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ‘জাওয়ান’। দুই সপ্তাহে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৯০৭ .৫৪ কোটি টাকা। ১০০০ কোটির ম্যাজিক ফিগার থেকে মাত্র ৯২ কোটি টাকা দূরে শাহরুখ খানের ছবিটি। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যার দুটি ছবি (আগে পাঠান) ১০০০ কোটির ঘরে নাম লেখাবে।


বিজ্ঞাপন


এদিকে গতকাল দেশের বক্স অফিসে ৮.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘জাওয়ান’, যা এতদিনে সর্বনিম্ন। আয়ের নিরিখে এই পরিমাণ মোটেই কম নয়। কেননা অনেক ছবি প্রথম দিনেও এই পরিমাণ ব্যবসা হাঁকাতে পারে না।

প্রথম দিনে এই ছবি বিশ্বব্যাপী ১৫০ কোটি ঘরে তুলেছিল। কেবল হিন্দি ভাষায় এটি প্রায় ৪৭ কোটি রুপি আয় করেছিল। আর প্রথম দুই দিনে ভারত থেকে এই ছবি তুলেছিল প্রায় ১২৭.৫০ কোটি রুপি।

‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর