রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত রুক্সিণী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু আক্রান্ত রুক্সিণী? 

কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বাড়ি থেকে বের হওয়ার ক্ষমতাও নাকি ছিল না। এদিকে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই নেটিজেনরা ধরে নিয়েছিলেন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

এ খবর শুনে শুরুতে চুপ ছিলেন রুক্মিণী। মুখ খোলার প্রয়োজন বোধ করেননি। কিন্তু ডেঙ্গু আক্রান্তের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় মুখ খুলতে বাধ্য হলেন।


বিজ্ঞাপন


ভুল খবর ছড়িয়ে পড়ায় রুক্মিণী যে কিছুটা হলেও ক্ষুব্ধ তা বোঝা গেল তার ইনস্টাগ্রাম স্টোরি দেখে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থ হওয়ার পথে। আগের থেকে অনেকটা সুস্থবোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।”

কিছুদন আগে সত্যবতী হয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন রুক্মিণী। এবার তিনি অপেক্ষায় আছেন ‘নটী বিনোদিনী’র বেশে হাজির হওয়ার। এরইমধ্যে ছবিটির কাজ শেষ হয়ে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে তাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর