বলিউড সুপারস্টার আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। গত মঙ্গলবার মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রক্তচাপজনিত অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন অখিল মিশ্র। গত মঙ্গলবার রান্নাঘরের টুলে উঠে কিছু কাজ করছিলেন তিনি। তখন আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। পড়ে গিয়ে মাথার পিছনে চোট লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবারই মারা যান তিনি।
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় মুম্বাই ছিলেন না অখিলের স্ত্রী সুজ়ান। হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন। আকস্মিকতায় শোকবিহ্বল তিনি। খবর, প্রয়াত অভিনেতার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যান্য সূত্রে খবর, রান্নাঘরে দুর্ঘটনার জেরে নয়, বহুতল থেকে পড়ে গিয়ে নাকি মৃত্যু হয়েছে অভিনেতার।
‘ডন’, ‘গান্ধি মাই ফাদার’, ‘শিখর’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে অখিল মিশ্রকে। পাশাপাশি ‘উড়ান’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘হাতিম’, ‘সিআইডি’, ‘উত্তরণ’-এর মতো বহু ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি।

