শাহরুখ-সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাদের ভক্তদের মধ্যে একেবারে ‘সাপে-নেউলে’ সম্পর্ক! তার নতুন উদাহরণ দেখা গেল এক প্রেক্ষাগৃহের বাইরে। হলে ‘জাওয়ান’ দেখতে গিয়ে ‘টাইগার ৩’র পোস্টার ছিঁড়ে ফেললেন কিং খান ভক্তরা। নজরে পড়তেই মাঠে নামলেন সালমানের ভক্তরা। তারপরই তুমুল মারামারি।
এদিকে দুই খানের ভক্তদের মারামারিতে যখন পরিস্থিতি উত্তপ্ত তখন ঘটনা সামাল দিতে আসে ভারতীয় পুলিশ। তারা সালমান-শাহরুখ ভক্তদের হাতাহাতি থামাতে ঘাড় ধরে প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন।
বিজ্ঞাপন
একটি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মুখে ‘জাওয়ান’-এর মতো ব্যান্ডেজ বাঁধা তরুণদের কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যা দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য, “এবার জওয়ানি বের করে দেবে পুলিশ।” তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের কিনা, তা জানা যায়নি।
শাহরুখের ‘জাওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে এ ছবি। এরইমধ্যে ঘরে তুলে নিয়েছে ৯০০ কোটি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের ‘টাইগার ৩’। এতে ক্যামিও চরিত্রে আছেন শাহরুখ।

