বলিউডের একাধিক পরিচালক ও অভিনেতার সঙ্গে করণ জোহরের সম্পর্কের গুঞ্জন উঠেছে এর আগে। তালিকায় রয়েছেন সুপারস্টার শাহরুখ খানও। তবে বরাবরই এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এবার নিজের গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন। করণ জানালেন, যে পুরুষের প্রেমে পড়েছিলেন সে তার পারবারিক বন্ধু।
করণ জোহর এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সেই ব্যক্তি আমার ও আমার অনুভূতির উপর অনেক সংবেদনশীল ছিল। এমন একটা চেষ্টা চালিয়েছিল যাতে বিচ্ছেদের পরেও তাকে ভুল না বুঝি। সে এখনও আমার পরিবারের প্রিয় বন্ধু।’
বিজ্ঞাপন
বলিউডের নামজাদা এই নির্মাতার এমন সাক্ষাৎকার চোখে পড়তেই প্রশ্ন ছুড়ে দেন নেটিজেনরা। কে সেই পুরুষ, খুঁজে বের করতে চেষ্টা করেন তারা। অনেকের অনুমান, করণ খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার কথা বলছেন। একজন লিখেছেন, ‘সম্ভবত মনীশ মালহোত্রা’। অন্য একজন যোগ করেছেন, ‘এটি মনীশ মালহোত্রা, তারা বহু বছর ধরে সম্পর্কে ছিল।
এদিকে ব্যক্তিগত সম্পর্ক সিনেমা নির্মাণের ক্ষেত্রে খুব সহায়ক বলে জানিয়েছেন করণ। এর আগেও বহুবার বলতে শোনা গেছে ‘একতরফা ভালোবাসা’ তাকে উদ্বুদ্ধ করেছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বানাতে।

