দেশে র্যাপ গানের প্রচলন অনেক আগে হলেও ‘কনভারসেশন র্যাপ’ শব্দটি এখানে একেবারেই আনকোরা। বেশ কয়েকজন র্যাপার কথোপকথনের মাধ্যমে এই গান পরিবেশন করেন। গত বছরএমনই এক গানে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। ‘ব্যবসার পরিস্থিতি’ নামের গানটিতে নিজের জীবনের বাস্তবচিত্র তুলে ধরেছিলেন।
ঠিক এক বছর পর এই র্যাপার নিয়ে এসেছেন ‘বাজার গরম’ নামে আরেকটি গান। প্রকাশের পরই রীতিমতো ভাইরাল। তবে আগের গান অর্থাৎ ‘ব্যবসার পরিস্থিতি’ভাইরাল হওয়ার পরও তেমন কোনো কাজ পাননি আলী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আগের গানটা ভাইরাল হওয়ার পরও তেমন কোনো কাজ পাইনি। টুকটাক গানের কাজ এগিয়ে নিচ্ছিলাম আর দু-একটা হলুদের আয়োজনে গান করেছি। বেশির ভাগ সময় বাসায় কেটেছে। বিকেলের দিকে বাসার পাশেই একটা ভ্যানের গ্যারেজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। বন্ধুদের মধ্যে অনেকেই ভ্যানচালক, ওদের সঙ্গে আড্ডার মধ্যেই গানের ভাবনাটা পেলাম, পরে লিখে ফেললাম।’
একসময় প্রবাস জীবন বেছে নিতে চেয়েছিলেন আলী। কিন্তু ‘ব্যবসার পরিস্থিতি’জনপ্রিয়তা পাওয়ার পর গচ্ছিত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসায় সম্পূর্ণ মনোযোগ দিতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মানুষের ভালোবাসা নিয়েই থাকতে চাই। তবে ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেব, ব্যবসা ঠিক রেখে পারলে গান করব। আমার সঙ্গে ১১ জন ছেলে কাজে করে, সবারই সংসার আছে। গানবাজনা নিয়ে আগের মতো পরিকল্পনা করি না। হয়তো বছরে দু-একটা গান করব।’
‘বাজার গরম’ গানের কথা ও সুর আলী হাসান নিজেই করেছেন। সঙ্গে ছিল ‘ব্যবসার পরিস্থিতি’র টিম। ১৭ আগস্ট প্রকাশ পায় গানটি।

