রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নায়িকা মিতুর ফেসবুক পোস্টে নির্মাতা দীপনের সংসারে অশান্তি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

নায়িকা মিতুর ফেসবুক পোস্টে নির্মাতা দীপনের সংসারে অশান্তি
এই ছবি নিয়ে জটিলতা শুরু । ছবি: ফেসবুক

চিত্রনায়িকা জাহারা মিতুর এক ফেসবুক পোস্টের কারণে জনপ্রিয় পরিচালক দীপংকর দীপনের সংসারে অশান্তি শুরু হয়েছে। কয়েকদিন আগে সেলিব্রেটি ক্রিকেট লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দীপংকর দীপন, জাহারা মিতুসহ বিনোদন জগতের আরও অনেক তারকা। সেখানে ছেলে রাজ্যকে নিয়ে পরীমণিও হাজির হয়েছিলেন। 

ছোট্ট রাজ্যকে নিয়ে উপস্থিত অনেকেই ছবি তুলেছেন। তাদের মধ্যে দীপংকর দীপন ও জাহারা মিতুও ছিলেন। তারা দুজন রাজ্যকে নিয়ে এক ফ্রেমে ছবি তুলেছেন। পরে ফেসবুকে সেই ছবি প্রকাশ করেন জাহারা মিতু। আর ক্যাপশনে লেখেন, আমাদের একটা পরীর বাচ্চা আছে। এরপর থেকেই শুরু হয় জটিলতা।


বিজ্ঞাপন


Fb post
মিতুর পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন দীপংকর দীপন । ফেসবুক থেকে সংগৃহীত

মিতুর ক্যাপশনটি দ্বারা অনেকে বুঝেছেন, ছেলেকে নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন দীপন-মিতু দম্পতি! আবার কেউ কেউ বলছেন, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। কিন্তু দীপন তো বিবাহিত। তার স্ত্রীর নাম সংযুক্তা সাহা মিশু। 

এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দীপন ফেসবুকে মিতুর উদ্দেশে লিখেছেন, ‘এটা কী পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কী দাঁড়ায়? কমেন্ট দেখো, যা তুমি ডিলিটও করোনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ যে মিতুর সঙ্গে আমার কোনো (বিশেষ) সম্পর্ক নেই। আর পারিবারিক অশান্তির কথা তো না-ই বললাম, সেটা সবাই বুঝবে।’

দীপনের পোস্টে মন্তব্য করে মিতু লিখেছেন, ‘রাজ্য আমাদের পুরো বাংলাদেশের। হয়ত অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কী প্যারায় আছেন, তা তো আমরা জানি না। তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আপনাকে ক্রোপ করে বাদ দিলে ব্যাপারটা অসম্মানের হতো। তাই পোস্টটা অনলি মি করে দিলাম। ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসুক দাদাভাই।’


বিজ্ঞাপন


zahara
জাহারা মিতু । ছবি: ফেসবুক

এরপরেই নায়িকা ও নির্মাতার মধ্যে চলে আসেন দীপংকর দীপনের স্ত্রী সংযুক্তা সাহা মিশু। ফেসবুকে তিনি লেখেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেটা জানি না। কিন্তু নিজেদের দোষ ঢাকতে আমাকে বলির পাঠা বানাবেন না। জাহারা মিতুকে আমি চিনিও না। প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে। দীপনেরও আছে, আমারও আছে। তাই এগুলো নিয়ে আমাদের বহু বহু দিন কোনো মাথাব্যথা নেই।’

সংযুক্তা আরও লেখেন, “ওই মেয়েকে (জাহারা মিতু) নিয়ে দীপনের স্ট্যাটাস দেখে বুঝলাম; তাকে (দীপন) আশেপাশের লোকজন অথবা তার এখনকার ‘একান্ত’ কেউ চাপ দিয়েছে আর তাই সে স্ট্যাটাস দিয়ে তার দোষ ফুরিয়েছেন। বলির বকরা বানিয়েছেন আমাকে। ঘর আর পারিবারিক জীবনের কথা বলে নিজেকে বিপদের বাইরে ভালো মানুষ সাজিয়ে রাখলেন; আরেকবার বিক্রি করলেন আমাকে।”

মিশু
দীপংকর দীপনের স্ত্রী সংযুক্তা সাহা মিশু । ছবি: সংগৃহীত

সবশেষ স্বামী দীপনের উদ্দেশে সংযুক্তা লিখেছেন, ‘সারাজীবন তুমি তোমার স্বার্থে আমাকে বেচে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত, যখনই তোমার কোনো সমস্যা হয়, টেকনিক্যালি ঘর-সংসার আর আমার নাম বলে দাও। ১০ বছরে কোনোদিন কাউকে জানিয়েছি যে, তুমি মাঠে, ঘাটে, পথে আমাকে বিক্রি করো? কোনো কাজ আটকে গেলে আমার নাম, টাকা পয়সা আটকে গেলে আমার নাম, আমার জন্য তোমার সিনেমা হয় না, আমার জন্য তোমার নাটক হয় না, আমার জন্য তোমার বন্ধু হয় না, আমার জন্য তোমার বাচ্চা হয় না, রিয়েলি। আমি তোমার নাম বেচে কোনোদিন এক কাপ চা-ও খাইনি। তাই এবার মাফ দাও। আমার কথা বলে তোমার অপরাধ ঢাকা বন্ধ করো।’

এদিকে মিতুর টাইমলাইন ঘুরে দেখা যায়, সেই ছবিটি নেই। হয়ত মুছে ফেলেছে, কিংবা তার দাবি অনুযায়ী ‘অনলি মি’ করেছেন। তবে এমন কাণ্ডে নেটিজেনরা মনে করছেন, আলোচনায় আসার জন্যই তারা এমনটা করছেন। সামনে মুক্তি পাচ্ছে দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা। অন্যদিকে মিতু নামের সঙ্গে ‘নায়িকা’ শব্দটি যোগ করলেই, তিনি তা হতে পারেননি। তাই সম্ভবত, এর মাধ্যমে নিজেকে হারিয়ে খুঁজছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর