শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শেখরের সঙ্গে এক বছর হলো বাগদান সম্পন্ন হয়েছে আমির খানের কন্যা ইরা খানের। এবার জানা গেল বিয়ের তারিখ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ইরা জানিয়েছেন, কোন বছর বিয়ে করবেন সেটা এখনও ঠিক হয়নি। তবে তারিখ ঠিক হয়েছে। ৩ জানুয়ারি তিনি ও নূপুর সাতপাকে বাঁধা পড়বেন। এই তারিখ বেছে নেওয়ার কারণও জানিয়েছেন। ৩ জানুয়ারি তারা প্রথম পরস্পরকে চুম্বন করেছিলেন। দিনটিকে স্মরণীয় রাখতেই তারা ওই তারিখে বিয়ে করবেন।
বিজ্ঞাপন
বাগদানের আগে টানা দুই বছর নূপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। প্রেম ও প্রেমিক নিয়ে কোনো রাখঢাক ছিল না তার। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বাহুবন্দী হয়ে উপস্থিত হতেন তারা। কখনও পরিবারের সঙ্গে আবার কখনও দুজনের একান্তে কাটানো মুহূর্তে।
এক সাইক্লিং ইভেন্টে ইরাকে প্রেমের প্রস্তাব দেন নূপুর। ২০২০-তে সম্পর্কের কথা প্রথম জানান আমির-কন্যা। সেই সময় প্রায়ই রোম্যান্টিক ছবি, ভিডিও ভাগ করে নিতে দেখা যেত তাদের।
আমির খান ও রিনা খানের জন্য ইরা। রিনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হলেও গতবছর ইরার বাগদান অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছিল ইরা-নূপুরের সে আগদান অনুষ্ঠান। তার বছর খানেক পরই ইরা জানালেন তাদের বিয়ের তারিখ।

