সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন।
সমস্যার সূত্রপাত হয় গেল ৪ আগস্ট। সেদিন আদিব হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের সেটে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। জানা যায়, তিনি নাকি শুটিংয়ের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি সিনিয়র শিল্পীকে ছেড়ে কথা বলেননি। এমনকি সেটে পুলিশও আসে।
বিজ্ঞাপন
এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দিয়েছেন। যদিও এখনও বিষয়টি মীমাংসা হয়নি।
চমক বলেন, ‘আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের অভিনয় শিল্পী সংঘে অভিযোগ দিয়েছি। এখনও কোনো বিচার পাইনি। সেখান থেকে আমাকেও কথা বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমি ভয়ংকর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যখন কোনো উঠতি নায়িকা ভালো করতে থাকে, আশপাশের কারও কোনো চাহিদা পূরণ করতে না পারে, তখন তার বিরুদ্ধে কিছু লোক লেগে যায়। এটা সব দেশেই যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা স্বাভাবিক। উঠতি নায়িকা আশপাশের কারও চাহিদা পূরণ না করলে তার পেছনে কেউ লাগবেই । আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে।’
কথা বলতে বলতে কাঁদতে থাকেন চমক। তিনি বলেন, ‘আরশ আমার ভালো বন্ধু ছিল। একসঙ্গে কাজ করছিলাম। আমাদের ভালো জুটি হতে যাচ্ছিলাম। একটা সময় সে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আশা করে। আমি এমনটা কখনও তার কাছে আশা করিনি। যে কারণে ষড়যন্ত্র করছে। আর আমি নাকি আমাদের সিনিয়র অভিনেতা মাসুম বাশার আংকেলকে ধমক দিয়েছি, পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছি। তাহলে পুলিশ যখন এল, তখন পুলিশকে কেন বললেন না, তার সঙ্গে আমি এমন আচরণ করেছি। মূল কথা এটা, আমার বিরুদ্ধে তিনি নিয়ে যাচ্ছেন। আমি মোশাররফ করিম ভাই, অপূর্ব ভাই, চঞ্চল ভাইদের সঙ্গে কাজ করছি। যে কারণে কেউ হয়ত আমার ভালো ক্যারিয়ার মেনে নিতে পারছে না। হয়ত সে চাচ্ছে আমরা পার্টনার হই, বন্ধুর চেয়ে বেশি কিছু হয়ে অভিনয় করি। না করার জন্যই ষড়যন্ত্র। সাড়া দেওয়ায় তাদের ক্ষোভ তৈরি হয়েছে।’
বিজ্ঞাপন
এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরশ। তিনি বলেন, ‘চমক যেটা বোঝাতে চেয়েছে সেটা তো বেশ আগের কথা। আমি যদি তার থেকে বেশি কিছু আশা করতাম তাহলে চমক আর আমি কীভাবে কাজ করছি? এমন কিছু ঘটলে তো একসঙ্গে কাজ করার কথা না। শুধু তাই নয়, দুই দিন আগে চমক ওর গাড়িতে করে আমাকে ড্রপ করেছে। পরে শুটিং সেটে অন্য বিষয় নিয়ে ঝামেলা হয়েছে; সেটার জন্য যদি অন্যকিছু বানানো হয় সেটা দুঃখজনক।’
চমকের অভিযোগের সূত্রপাত নিয়ে এ অভিনেতা বলেন, ‘গত শুক্রবার শুটিং সেটে একটা ঝামেলা হয়। এটা আমার সঙ্গে না। এটাতে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না। আমি সেটের বাকী দশ জনের মতোই ছিলাম। ঝামেলাটা থামানোর চেষ্টা করেছি। পুলিশ ডাকার পর যখন সাক্ষীর হিসেব আসছে, তখন আমি পুলিশকে সত্যিটা বলি যে মাসুম আংকেল চমককে মারতে যাননি। এটা বলা মনে হয় আমার দোষ হয়েছে।’
আরশ জানান, তিনি সবার সঙ্গে কাজ করতে চান। তবে কেউ যদি তার চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলেন, তাহলে তার বিচার চাইবেন তিনি।

