ভারতে এখন দক্ষিণী সিনেমার জয়জয়কার। সদ্য মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘আরআরআর’ যেন তারই সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে। খোদ বলিউড দর্শকের মনও এখন আর বলিউড পাড়ায় বসছে না। তারাও বুঁদ হয়েছেন দক্ষিণী সিনেমায়। ফলে বলিউডের ঘাড়ে এসে গরম নিশ্বাস ফেলছে দক্ষিণী চলচ্চিত্র।
দক্ষিণীদের এই বিজয়রথের ধারে-কাছে ঘেঁষতে পারছে না বলিউডের সিনেমাগুলো। বাধ্য হয়ে দক্ষিণী সিনেমার প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে দক্ষিণী সিনেমাকেই। সম্প্রতি তারই আভাস দিয়েছে সাড়া জাগানো চলচ্চিত্র ‘কেজিএফ’র সিক্যুয়াল ‘কেজিএফ-টু’।
বিজ্ঞাপন

সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। ইতোমধ্যেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সেখানেই বাজিমাত করেছে সিনেমাটি। এরমধ্যে ছবিটির হিন্দির ভার্সনের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ১১ কোটি রুপির।
অন্যদিকে ‘আরআরআর’ রেকর্ড করেছিল ৫ কোটি রুপির টিকিট বিক্রি করে। বোঝা যাচ্ছে, হাতে সময় থাকতেই রাজামৌলিকে রুখে দিলেন প্রশান্ত নীল। ভারতের অন্যান্য রাজ্য মিলিয়ে সিনেমাটির মোট অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২০ কোটি রুপির। এমনটাই জানিয়েছেন চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

বিজ্ঞাপন
তিনি লিখেছেন, ‘খোদ হিন্দি সিনেমার দর্শকের মাঝে দক্ষিণী সিনেমা নিয়ে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তা আসলেই বিরল। গল্প এখানেই শেষ নয়। শুধু টিকিট বিক্রিতেই ‘আরআরআর’কে পেছনে ফেলেনি ‘কেজিএফ-টু’। পেছনে ফেলেছে টিকিটের দামেও। ‘কেজিএফ-টু’র অগ্রিম টিকিটের দাম ১৮০০-২০০০ রুপি। বিপরীতে ‘আরআরআর’ সিনেমার টিকিটের দাম ছিল ১৪৫০-১৫০০ রুপি।
‘কেজিএফ-টু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, আচ্যূত কুমার প্রমুখ। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। প্রশান্ত নীল পরিচালিত সেই সিনেমাটিও দারুণ সাড়া জাগিয়েছিল। বিশ্বজুড়ে ব্যবসা করে তুলে নিয়েছিল ২৫০ কোটি রুপি। এরপর থেকেই দর্শক অধীর আগ্রহে বসেছিলেন সিনেমাটির দ্বিতীয় পর্বের জন্য। আরও আগে মুক্তির কথা থাকলেও তারিখ পিছিয়েছে। ফলে দর্শকেরও বেড়েছে অপেক্ষার প্রহর।
আরআর/আরএসও

