সিঁড়ি বাইছেন জাহারা মিতু। স্বপ্নের সে সিঁড়ি বেয়ে কতদূর উঠতে পারবেন— সেটা সময় বলে দেবে। তবে তিনি যে চেষ্টার কমতি রাখছেন না, তা তার চেষ্টা বলে দেয়। হাতে একাধিক সিনেমার কাজ। দম ফেলার ফুসরত নেই।
মিতুর সব চিন্তা-ভাবনা এখন বড় পর্দা ঘিরে। তবে মন টানলে ছোট পর্দার জন্য কাজ করতে আপত্তি নেই তার। কারণ, মাঝে মাঝে একটু অতীতে ঘুরে আসতে চান তিনি। আর তাই তিন বছর পর বিজ্ঞাপনে ফিরলেন এ নায়িকা। আরএফএল ডাইনিং টেবিলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন

সোমবার রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শ্যুটিংয়ে অংশ নিয়েছেন মিতু। সবশেষ প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ইসরার আহমেদ আদনান।
বিজ্ঞাপন প্রসঙ্গে মিতু ঢাকা মেইলকে বলেন, ‘ভেবেছিলাম, ছোট পর্দায় ফিরব না। কিন্তু ফিরতে হলো। এটা মূলত ভালো লাগা থেকে করা। বিজ্ঞাপনে কয়েক সেকেন্ডে একটি চরিত্র ফুটিয়ে তুলতে হয়। অভিনয়ের জায়গা থাকে। তাছাড়া চলচ্চিত্রের কাজে এখন বেশ ব্যস্ত সময় পার করছি। যদিও এখন একটু বিরতি। তাই সুযোগ পেয়ে বিজ্ঞাপনে কাজ করছি।’

বিজ্ঞাপন
এদিকে সম্প্রতি ‘শত্রু’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। মঙ্গলবার থেকে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। এতে তার নায়ক বাপ্পী চৌধুরী। এ ছাড়া এই জুটি ‘জয় বাংলা’ ও ‘কুস্তিগির’ সিনেমার কাজ শেষ করেছেন।
আরএসও

