সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন সবসময় বিশেষ ব্রেসলেটটি পরেন সালমান?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

কেন সবসময় বিশেষ ব্রেসলেটটি পরেন সালমান?

বলিউড তারকা সালমান খানকে বিভিন্ন সময় বিভিন্ন পোশাক ও লুকে দেখা গেছে। তবে কখনও নীল ব্রেসলেটটি ছাড়া দেখা যায়নি তাকে। তাই ওই ব্রেসলেট ঘিরে নানান কৌতূহল নেটিজেনদের। সালমান জানিয়েছেন ওই ব্রেসলেটের পরার কারণ।

তিনি জানান, এই ধরনের নীল পাথর দেওয়া ব্রেসলেট ছোট থেকেই তার বাবা সেলিম খানকে পরতে দেখেছিলেন। সেলিম অধিকাংশ সময় সেই ব্রেসলেটটি পরতেন।


বিজ্ঞাপন


সালমান বলেন, ‘বাচ্চাদের যেমন স্বভাব থাকে হাতের কাছে কিছু পেলেই তা নিয়ে খেলা শুরু করা, আমিও ছোটবেলায় সেরকম করতাম। কিন্তু আমার কাছে খেলার জিনিস বলতে ছিল বাবার হাতের সেই ব্রেসলেট।’

সালমানের বক্তব্য, তার হাবভাব দেখে সেলিম বুঝতে পেরেছিলেন যে ব্রেসলেটটি পছন্দ হয়েছে সালমানের। তাই নিজে থেকেই সালমানকে ব্রেসলেটটি উপহার দেন সেলিম।

নীল রঙের ব্রেসলেটটি যে সাধারণ নয় তা-ও জানিয়েছেন সালমান। পর্দার টাইগার জানান, এই ব্রেসলেটের মধ্যে নীল রঙের যে পাথর রয়েছে, তার বিশেষ ভূমিকা আছে অভিনেতার জীবনে। নীল রঙের পাথরটির নাম ‘ফিরোজা’ পাথর। এই পাথরের বিশেষ ক্ষমতা রয়েছে বলেই তা দিয়ে ব্রেসলেট তৈরি করেছেন তিনি।

সালমানবলেন, ‘আমার জীবনে যদি কখনও নেতিবাচক ভাব প্রবেশ করতে চায়, তাহলে বাধা দেবে এই পাথর।’


বিজ্ঞাপন


সবশেষ মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ছবিটি। মুক্তির পেক্ষায় রয়েছে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। এতে বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর