রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দশম অবতার’-এ থাকতে চেয়েছিলাম, সৃজিত চাননি: শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

‘দশম অবতার’-এ থাকতে চেয়েছিলাম, সৃজিত চাননি: শুভশ্রী

কয়েকদিন আগে ‘দশম অবতার’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়। সেসময় জানা যায়, এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সৃজিত আরও জানান, জয়ার স্থানে শুভশ্রীর থাকার কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দেন রাজপত্নী। তারপরই প্রাক্তন প্রেমিকাকে যুক্ত করেন সৃজিত।

সম্প্রতি শুভশ্রী জানালেন, ‘দশম অবতার’-এ থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু সৃজিত চাননি। পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে শুভশ্রীর অভিনয় করার ব্যাপারে। শুভশ্রী বলেন, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হতো।’


বিজ্ঞাপন


তবে এতবড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনও আফসোস নেই শুভশ্রীর। জানিয়েছেন, ‘আমি জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি।’

এর আগে ছবিটিতে শুভশ্রীর না থাকার ব্যাখ্যা দিতে গিয়ে সৃজিত বলেছিলেন, ‘এ ছবিতে মৈত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী। এই চরিত্রের অনেক দৃশ্য রয়েছে (চিত্রনাট্যে) যা শারীরিকভাবে খুব ক্লান্তিকর। সেই কারণেই শুভশ্রী সুখবর দেওয়ার পর ওর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা দশম অবতারে একসঙ্গে কাজ না করার মিউচুয়াল সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘দশম অবতার’-এর লোগো। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে শুটিং। একঝাক তারকা সমৃদ্ধ এ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর