সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামান্নাকে পাগলের মতো ভালোবাসি: বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

তামান্নাকে পাগলের মতো ভালোবাসি: বিজয়

কদিন আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন বলিউড সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সেসময় বিজয় মুখ বন্ধ রাখলেও এবার আর পারলেন না। তিনিও জানিয়ে দিলেন তামান্নাকে পাগলের মতো ভালোবাসার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।’


বিজ্ঞাপন


এর আগে এ প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তারা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কি না অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।’

কয়েকদিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এতদিন পুরো বিষয়টা গোপন রাখার পর অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর