রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাহ্নবীর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কী— জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১১:০৩ এএম

শেয়ার করুন:

জাহ্নবীর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কী— জানালেন নায়িকা

স্টারকিডের তকমা অনেক আগেই ঝেড়ে ফেলেছেন জাহ্নবী কাপুর। পুরোদস্তুর নায়িকা এখন তিনি। এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ছবির প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে জানালেন নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের কথা।

জাহ্নবীর মতে, মা শ্রীদেবীকে হারানো তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হারার সমান। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল মা। ‘ধড়ক’-এর শুটিং এবং মায়ের চলে যাওয়ার সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’’


বিজ্ঞাপন


এই পর্বকে তার জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, ‘ব্যক্তিগত জীবনের ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করাটাই সবথেকে কঠিন ছিল। সমাধান খুঁজে বার করাটাই আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ ছিল।’

২০১৮ সালে জুলাই মাসে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। কিন্তু তার আগেই প্রয়াত হন শ্রীদেবী। ওই বছরের ফেব্রুয়ারি মাসে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মারা যান তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর