শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিমানবন্দরে হয়রানির শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বিমানবন্দরে যাত্রীদের হয়রানির ঘটনা নতুন না। মাঝে মাঝেই এমন খবর শোনা যায়। এবার মুম্বাই বিমান বন্দরে হেনস্তার শিকার হলেন ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপক মন্দিরা বেদী। এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক মাধ্যমে।

হয়রানির শিকার হয়ে নিজের ইনস্টাগ্রামে মন্দিরা লিখেছেন, “২ সপ্তাহ ধরে ৩টি দেশে কাটিয়ে ৬টি বিমানবন্দর ঘুরে যখন শেষমেশ মুম্বাই বিমানবন্দরে নামলাম। এ যেন দুঃস্বপ্ন! স্ক্রিনে একটা বিমানের নাম, তথ্য কিছুই দেখানো হচ্ছে না। এমনকি কনভেয়ার বেল্টেও না। চূড়ান্ত বিশৃঙ্খলা। যাত্রীরা বুঝতেই পারছে না, কোনদিকে যাবেন! লাগেজ নিতে গিয়ে বেল্টের কাছে দাঁড়িয়েই রয়েছেন। প্রায় এক ঘণ্টা পর নিজেদের ব্যাগ খুঁজে পাই আমরা। তবে একেকটা একেক জায়গায় ছিল, যেখানে একসঙ্গে থাকার কথা। ঘরে ফেরাটা কী দারুণ!”


বিজ্ঞাপন


মন্দিরা বেদী একজন সিঙ্গেল মাদার। ২০২১ সালে ৩০ জুন মারা যান তার স্বামী রাজ কৌশল। এরপর থেকেই নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দুই সন্তানের। তাদের নিয়েই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন মন্দিরা। সফর নির্বিঘ্ন হলেও দেশের মাটিতে পা রাখতেই হেনস্তার শিকার হতে হলো তাকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন