সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুশান্তের মৃত্যু মামলায় যা বলল সিবিআই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

সুশান্তের মৃত্যু মামলায় যা বলল সিবিআই
সুশান্ত সিং রাজপুত । ছবিঃ ফেসবুক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গোটা বলিউড নড়ে উঠেছিল। বান্দ্রায় নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে। প্রথমে সবাই ভেবেছিলেন ‘আত্মহত্যা’ করেছেন সুশান্ত। কিন্তু পরিবারের অভিযোগ ছিল, ‘হত্যা’ করা হয়েছে তাকে। তারা অভিযোগের আঙুল তুলেছিলেন সুশান্তের বান্ধবী রিয়ার দিকে।

মৃত্যুর রহস্য উদঘাটনে ভারতীয় পুলিশ প্রশাসনও বেশ নড়েচড়ে বসেছিল। দেশটির সংবাদমাধ্যমের ভূমিকাও ছিল সক্রিয়।


বিজ্ঞাপন


এরপর কেটে গেছে দুই বছর। সময়ের সাথে বিভিন্ন ইস্যুর প্রভাবে পুরোনো হয়ে গেছেন সুশান্ত। মানুষ আজ ভুলতে বসেছেন তাকে। তারপরও কারও কারও মনে পড়ে মৃত এই অভিনেতার কথা। তারা জানতে চান, কতদূর কী হলো তদন্তের? হত্যা না আত্মহত্যা— কিছু জানা গেল?

সুশান্তের মামলাটি বর্তমানে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) হাতে। তাদের কাছে জনৈক এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, মামলার অগ্রগতি সম্পর্কে। তবে সিবিআই সেই প্রশ্নকারীকে সাফ জানিয়েছে, আপাতত তারা কিছুই বলতে পারছে না।

মামলাটি এখনও তদন্তাধীন আছে। তাই এই মুহূর্তে মামলাটির কোনো তথ্য সামনে আনা যাবে না। এতে তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর