রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারুণ্যনির্ভর ছবি বানাচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

তারুণ্যনির্ভর ছবি বানাচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল
মাসুদ হাসান উজ্জ্বল । ছবি: সংগৃহীত

ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর কারণে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। যদিও মুক্তির সময় করোনা বাগড়া দিয়েছিল। তবে তাতে লক্ষ্যচ্যুত হননি তিনি।

সব বাধা পেরিয়ে শহরে ঊনপঞ্চাশ বাতাস বইছিল ঠিকই। শুধু তাই নয়, ২০২০ সালের আলোচিত সিনেমার তালিকায়ও জায়গা করে নেয় এটি।

এবার ছোট একটি বিরতির পর দ্বিতীয় সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল। ঢাকা মেইলকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

উজ্জ্বল বলেন, ‘সিনেমার নাম এখনও চূড়ান্ত করিনি। কাস্টিং নিয়ে কাজ করছি। কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ১৫ এপ্রিল থেকে প্রি-প্রোডাকশনের কাজ করব। জুন মাস থেকে শ্যুটিংয়ের পরিকল্পনা আছে।’

unapanchash

দ্বিতীয় ছবির গল্পের সঙ্গে প্রথমটির পার্থক্য থাকবে জানিয়ে উজ্জ্বল বলেন, ‘আমি সাধারণত যে স্টাইলের কাজ করি, এটি তার বাইরের একটি কাজ হতে যাচ্ছে। তারুণ্যনির্ভর গল্পের ছবি হবে।’


বিজ্ঞাপন


নতুন সিনেমা সম্পর্কে এর বেশি কিছু জানাতে চাইলেন না উজ্জ্বল। রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে ছবি সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি। সেখানে চমক থাকারও আভাস মিলল তার কথায়।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর