শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে নিজ উদ্যোগে ‘প্রিয়তমা’র প্রচারণায় শাকিবিয়ানরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১০:০৮ এএম

শেয়ার করুন:

সিলেটে নিজ উদ্যোগে ‘প্রিয়তমা’র প্রচারণায় শাকিবিয়ানরা

শাকিব খানের সিনেমা মানেই অনুরাগীদের ভিন্নরকম উন্মাদনা। যখন তারা জেনেছেন কোরবানির ঈদে তাদের প্রিয় নায়কের ‘প্রিয়তমা’ ছবি মুক্তি পাবে, তখন থেকেই যেন উৎসব শুরু হয়ে গেছে তাদের মধ্যে। নেটদুনিয়ায় নিজ উদ্যোগে ছবির প্রচারণা করছেন।  

এবার অনলাইন থেকে অফলাইনে প্রচারণা শুরু করে দিয়েছেন শাকিবিয়ানরা। সিলেটের অনুরাগীরা ব্যানার তৈরি করে প্রচার চালাচ্ছেন। তাদের লক্ষ্য, সিলেটবাসীদের ‘প্রিয়তমা’ দেখার আগ্রহ তৈরি করা।


বিজ্ঞাপন


আয়োজনটি পরিচালনা করছেন নুরুল অন্তর, আশরাফুজ্জামান, তামিমসহ আরও অনেকে। তারা জানালেন, এভাবে দলবদ্ধ হয়ে প্রচারণা করলে পুরো সিলেটে এই ছবির কথা ছড়িয়ে পড়বে। দুই শ’র বেশি শাকিবিয়ান নিয়ে সিনেমাটি দেখারও পরিকল্পনা করেছেন তারা।

তারা বলেন, ‘বসের (শাকিব খান) মুভি ব্লকবাস্টার করা চাই। শাকিবিয়ান হিসেবে এটা আমাদের প্রথম দায়িত্ব। আর শাকিব খানের নতুনত্ব দেখা যাচ্ছে সেই যৌথ প্রযোজনার পর। এই প্রথম কোনো বংলাদেশি পরিচালক তাকে সঠিক ব্যবহার করতে পেরেছেন। সেই লক্ষ্যেই আমরা আরো আগ্রহী এই মুভি নিয়ে।’

এদিকে ইতোমধ্যে হল বুকিংয়ের ক্ষেত্রে সেঞ্চুরি করেছে শাকিবের এই সিনেমা। ছবির পরিচালক হিমেশ আশরাফ জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চলবে এটি।

রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এর কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর