রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেছেন জনপ্রিয় মারাঠি পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

মারা গেছেন জনপ্রিয় মারাঠি পরিচালক

প্রয়াত জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে। মারাঠি ছবি ‘হৃদয় সামথিং সামথিং’য়ের পর খ্যাতি অর্জন করেছিলেন। ইন্ডাস্ট্রির পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। গতকাল শুক্রবার সকাল ১০টা নাগাদ পুণের মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তার।

পরিচালক আনন্দ মানে প্রবীণের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখান থেকেই জানা যায়, মৃত্যুর দিনই সন্ধ্যা ৬টা নাগাদ ওয়ারজেতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


চলচ্চিত্র ও থিয়েটারের সমালোচক রাজা কারলের ছেলে প্রবীণ চার বছর বয়সে প্রথম মঞ্চে অভিনয় করেন। শিশুশিল্পী হিসেবেই নাম করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে পরিচালনার কাজে হাতেখড়ি হয় তার। ‘হৃদয় সামথিং সামথিং’ ছাড়াও একাধিক জনপ্রিয় ছবি ‘বোকাড়’, ‘মনসানমন’, ‘মাঝি আশিকি’র মতো ছবির নির্দেশনা দিয়েছেন।

প্রবীণের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘হৃদয় সামথিং সামথিং’ প্রথম ঘোষণার পর থেকে বেশ কয়েকবার শিরোনাম দখল করেছে। বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি ছিল এই ছবি। একজন পুরুষের একাধিক প্রেমিকা, এই গল্পের প্রেক্ষাপটেই ছবি তৈরি হয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর