আশির দশকে বলিউডের রুপালি পর্দা দুলে উঠত শর্মিলা ঠাকুরের লাস্যময়ী সৌন্দর্যে। সেসময় বি-টাউনে দাপিয়ে বেড়ানো অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তখনকার তরুণ সমাজের স্বপ্নের রানি ছিলেন টাইগার-পত্নী।
তবে সেসব এখন অতীত। অভিনয়ে বলতে গেলে এখন দেখাই যায় না এই অভিনেত্রীকে। একপ্রকার অবসরকাল যাপনই করছেন তিনি। এবার সরব হলেন। বিরক্তি প্রকাশ করলেন ভারতীয় সিরিয়ালগুলো নিয়ে।
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধারাবাহিকে মেয়েরাই মেয়েদের শত্রু। ছোটপর্দার বিষয় নারীকে কয়েক দশক পিছিয়ে দিচ্ছে।’
শর্মিলার মতে, এমন বিষয় নির্বাচন করা হচ্ছে যেখানে কেবলই কূটকচালি। এমন গল্প ধারাবাহিকের জন্য বেছে নেওয়া হচ্ছে যা প্রকারান্তরে মেয়েদের ছোট করে দেখানো হচ্ছে। যা একেবারেই কাম্য নয়। তার আফসোস, ‘কখনও কখনও আমরা ধারাবাহিক নির্মাতাদের ফোন করি। তাদের নির্দিষ্ট আপত্তিকর অংশগুলো সরাতে বলি। কিন্তু, প্রযোজকেরা তা মানতে নারাজ। বাণিজ্যের স্বার্থে কোনও কথাই গ্রাহ্য করেন না।’
তিনি আরও বলেন, ‘আমি অভিনয় না করলেও বিভিন্ন ফোরামে ছবি নিয়ে আলোচনা করি। এজন্য আপনাকে প্রথম সারির অভিনেতা হবে না। আপনি যদি প্রত্যেকটি বিষয় নিয়ে সঠিক বক্তব্য রাখতে পারেন তাহলেই সমসাময়িক।’
শেষবার শর্মিলা বড়পর্দায় হাজির হয়েছিলেন ২০১০ সালে। ব্রেক কী বাদ নামক একটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। চলতি বছর ওটিটিতে দেখা গেছে বর্ষীয়ান এ অভিনেত্রীকে। গুলমোহর নামের এক সিনেমার মাধ্যমে ওটিটি মাধ্যমে এসেছিলেন তিনি।

