অনুরাগীদের কাছে বিটিএস যেন ভালোবাসার নাম। প্রিয় ব্যান্ড নিয়ে নেতিবাচক কথাবার্তা একেবারেই মেনে নেন না তারা। কেউ বিটিএস নিয়ে রসিকতা করলে ছেড়ে কথা বলেন না তারা। এবার ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা পড়লেন বিটিএস অনুরাগীদের তোপের মুখে।
নিজের এক গানে বিটিএসের নাম উল্লেখ করেই বিপদ ডেকে এনেছেন বাদশা। সমস্যার সূত্রপাত ‘ইসসা ভাইব’ নিয়ে। শাহিদ কপুর অভিনীত ‘ব্লাডি ড্যাডি’ ছবিতে বাদশা এ শিরোনামের একটি গান গেয়েছেন। গানের কথায় আছে, ‘হায় নি তেরি নখরে, ইয়ে সাচ দিভা, তুঝে হ্যান্ডেল নহি কর সকতা কোয়ি মেরে সিবা/ প্লেলিস্ট বাদ বনি বিটিএস বিবা/হর রাত ভির পিনি হ্যায় তুঝে কিবা।’
বিজ্ঞাপন
‘বিটিএস আর্মি’র মতে ‘কিবা’ শব্দের মানে সুন্দরী নারী। বিটিএস-এর নাম করে এই ধরনের শব্দপ্রয়োগে বিরক্ত অনুরাগীরা।
একজন লিখেছেন, ‘বিটিএস-এর কাছে বাদশার মতো গায়ক কিছুই নয়।’ এক অনুরাগীর বক্তব্য, ‘বাদশাকে পছন্দ করি না। সবসময় বিটিএস-এর সঙ্গে আছি।’ বাদশা মূলত বিটিএসকে ঈর্ষা করেই এ কাজ করেছেন বলে ধারণা বিটিএস ভক্তদের।
গানের কথা দিয়ে বিতর্কে এর আগেও পড়েছেন বাদশা। মাস দুয়েক আগে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। শিবঠাকুরকে অপমান করার অভিযোগে থানায় মামলা করা হয়েছিল তার নামে। সেবার ক্ষমা চেয়ে পার পেয়েছিলেন এ র্যাপার। তবে বিটিএসের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বাদশা।
‘বিটিএস’ ২০১৩ সালে আত্মপ্রকাশ করে। ব্যান্ডের সদস্য সংখ্যা সাতজন। তারা হলেন—আরএম, জিন, সুগা, জে-হোপ, ভি, জাংকুক ও জিমিন।
বিজ্ঞাপন
গত কয়েক বছর ধরে ‘কে-পপে’র জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তবে, কারও কাজ ‘বিটিএসে’র জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। তারা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বাধিক বিক্রিত শিল্পী। বিটলসের পর তারাই দ্রুততম ব্যান্ড হয়ে ওঠে, যাদের অ্যালবাম যুক্তরাষ্ট্রে শীর্ষ অবস্থান অর্জন করেছে। দুই বছরেরও কম সময়ের মধ্যে তারা এটি করেছে।

