রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে দাঁড়ালেন তাসরিফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে দাঁড়ালেন তাসরিফ

শুধু কণ্ঠ দিয়েই মানুষের মন জয় করেননি সংগীতশিল্পী তাসরিফ খান। একটি মানবিক হৃদয় রয়েছে তার। ফলস্বরূপ মানবতা দিয়েও মন জয় করে নিয়েছেন অনুরাগীদের।

মাঝে মাঝেই তাকে বিপদগ্রস্ত ও দুস্থদের পাশে দাঁড়াতে দেখ যায়। এবার বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে দাঁড়ালেন তাসরিফ। রেফ্রিজারেটর দিলেন এক বৃদ্ধাশ্রমে। এ খবর সামাজিক মাধ্যমে গায়ক নিজেই দিয়েছেন।  


বিজ্ঞাপন


গতকাল সোমবার নিজের ফেসবুকে একটি ছবি দিয়েছেন তাসরিফ। সেখানে দেখা গেছে একটি ডিপ ফ্রিজ উপহার দিচ্ছেন বৃদ্ধাশ্রমে।

ক্যাপশনে তাসরিফ লিখেছেন, ‘আপন নিবাস বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম অসহায় মায়েদের সঙ্গে সময় কাটাতে। আপনাদের পরামর্শ অনুযায়ী একটা ছোট্ট ডিপ ফ্রিজ সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম গিফট হিসেবে।’

tasrif khan

এরপর লেখেন, ‘যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে এবং ঈদে অনেকেই বৃদ্ধাশ্রমে মাংস পাঠায় তাই আমার মনে হয়েছে ফ্রিজটা ওনাদের কাজে আসবে। ওনাদের সাথে কাটানো বেশ কিছু সুন্দর মুহুর্ত শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব।’


বিজ্ঞাপন


বৃদ্ধাশ্রমের অভিজ্ঞতা নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রায়ই বৃদ্ধাশ্রমে আসি। দেখা যায়, মন খারাপ থাকলেই এই মানুষদের সঙ্গে সময় কাটাই। এখানে এসেও মন খারাপ হয়। কিন্তু এর মধ্যে ভালো লাগা রয়েছে। এখানে প্রথমবার এসে দেখি, মা, দাদির বয়সী অনেকেই আছেন। তাঁদের সঙ্গে কথা বলেছি। কেউ মানসিকভাবে অসুস্থ। কেউ হ্যালুসিনেশনে পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। কয়েকজন মানসিক ভারসাম্যহীন কিশোরীও আছে। তাদের একজন হাতজোড় করে ভাই বলে বারবার বলল থেকে যেতে। এত আপন করে থেকে যেতে বলল যে ফিরে আসার সময়ে আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। ফিরতে তো হবে। প্রতিবারই চোখের পানি আটকে রাখতে পারি না, হু হু করে কান্না চলে আসে।’

এর আগেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাসরিফকে। বিশেষ করে গত বছর সিলেটে বন্য কবলিতদের পাশে দাঁড়াতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি। ত্রাণ সহায়তা দিয়েছিলেন তাদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর