রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আদিপুরুষ’-এর কারণে নেপালে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

‘আদিপুরুষ’-এর কারণে নেপালে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

বিতর্কের হাত ধরে চলছে দক্ষিণি তারকা প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদিপুরুষ’। প্রেক্ষাগৃহে আসার পর থেকেই ছবিটি দেখে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকের বড় একটি অংশ। এবার এর খেসারত দিল ভারতীয় সিনেমা। ‘আদিপুরুষ’-এর কারণে নেপালে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সমস্যার সূত্রপাত ‘আদিপুরুষ’-এর এক সংলাপ নিয়ে। যেখানে দাবি করা হয়েছে- ‘সীতা ভারতের মেয়ে।’ এতেই ক্ষুব্ধ হয়েছে নেপাল প্রশাসন। বিষয়টি নিয়ে রীতিমতো প্রতিবাদ মুখর তারা। দেশটির রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এ প্রসঙ্গে বলেন, ‘জানকী সম্পর্কিত ভারতীয় সিনেমার এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। ৩ দিন সময় দিচ্ছি। সিনেমার এই সংলাপ বদলানো না হলে সমস্ত ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে দেব।’


বিজ্ঞাপন


এরমধ্যে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় কোনও সিনেমাই যেন প্রদর্শিত না হয়। নেপালের মোট ১৭টি হল থেকে উঠে গেছে ভারতীয় ছবি। সেখানকার প্রশাসনের কড়া নির্দেশ- ‘আদিপুরুষ’-এ সীতার জন্মভূমি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা যতদিন না বদলানো হচ্ছে, ততদিন সমস্ত ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।

‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। বিগ বাজেটে নির্মিত এ ছবি অনেকদিন ধরেই আলোচনায় ছিল। সমালোচনাও কম হয়নি। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল কৃতী স্যানন। এছাড়া রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। মুক্তির পর তা অব্যহত রয়েছে। এবার এর খেসারত দিতে হচ্ছে ভারতীয় সিনেমাকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর