মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামিন পেলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

জামিন পেলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় চলতি বছরের এপ্রিলে বলিউড তারকা আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ভারতীয় আদালত। আজ শনিবার আদালতে আত্মসমর্পণ করন আমিশা। পরে অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওড়না দিয়ে মুখ ঢেকে এদিন আদালত চত্বরে পৌঁছান আমিশা। আত্মসমপর্ণের পর অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন আদালত, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আগামী ২১শে জুন মামলার শুনানিতে আমিশাকে সশরীরে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।


বিজ্ঞাপন


২০১৮ সালে জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা ও তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে মামলা করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং নামের এক প্রযোজক।

ওই প্রযোজকের অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেছিলেন। এরপর তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেন। তবে ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।

অজয় কুমার সিং-এর দাবি, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। পরে আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি এবং ৫০ লাখ রুপির দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর