শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আরও ৪ বছর ইউজিসি চেয়ারম্যান থাকছেন কাজী শহীদুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

আরও ৪ বছর ইউজিসি চেয়ারম্যান থাকছেন কাজী শহীদুল্লাহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ মে) তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


২০১৯ সালে প্রথমবার কাজী শহীদুল্লাহকে চেয়ারম্যান করা হয়। এর মেয়াদ শেষ হওয়ার দিনে আজ পুনরায় তাকে দ্বিতীয়বারের মতো নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়মানুযায়ী প্রচলিত বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

নতুন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার ভাই কাজী জাফর উল্লাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

ডব্লিউএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর