মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবিতে রিকশা ভাড়া নির্ধারণ করল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে রিকশা ভাড়া নির্ধারণ করল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেশ কয়েক বছর ধরেই রিকশা ভাড়া লাগামহীন, যা শিক্ষার্থীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে ক্যাম্পাসে রিকশা ভাড়ায় লাগাম টানা হলো। ক্যাম্পাসে রিকশা ভাড়া নতুন করে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৮ মে) নতুন নির্ধারিত ভাড়ার খসড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমানের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। আগামী রোববার (২১ মে) থেকে ক্যাম্পাসে নতুন নির্ধারিত এ রিকশা ভাড়া কার্যকর হবে। অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। নিয়ন্ত্রণ করা হয়েছিল ক্যাম্পাস এলাকায় লাগামহীন রিকশা ভাড়া। তবে এ উদ্যোগের সপ্তাহ খানেক পরেই করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি আর বাস্তবায়ন হয়নি।

du-rickshawসম্প্রতি শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে আবার ক্যাম্পাস এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ছাত্রলীগ। এজন্য রিকশাচালক ও শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে উভয়ের প্রত্যাশা ও উপযোগিতা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানায় ঢাবি ছাত্রলীগ।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ডাকসু হওয়ার পর এই উদ্যোগটা নেয়া হলেও সপ্তাহ খানেক পরেই করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। ফলে উদ্যোগটা আর কার্যকর হয়নি। এখন শিক্ষার্থী, শিক্ষক ও রিকশাচালকদের সাথে কয়েক দফায় আলোচনার মাধ্যমে আমরা আবার এটি শুরু করেছি। এছাড়া প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় এলাকার ১০০ জন রিকশাচালকের জন্য একটি বিশেষ পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বাড়ানো হবে।

নতুন নির্ধারিত এ ভাড়ার আওতায় সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়। সেই সাথে চালকদের থাকবে নির্ধারিত ড্রেস, যা কার্যকর হবে চলতি বছরের ২১ মে থেকে।


বিজ্ঞাপন


এদিকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় লাগামহীন রিকশা ভাড়া গুণতে হচ্ছে তাদের। অনেক রিকশাচালক ডাকসু নির্ধারিত ২০ টাকার ভাড়ায় নিচ্ছেন ৩০ থেকে ৪০ টাকা। জরুরি কাজে অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। এনিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে অসন্তোষ। এমন প্রেক্ষাপটে ছাত্রলীগ নির্ধারিত ভাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

du-rickshawএ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, মূলত শিক্ষার্থী চাওয়া-পাওয়াকে বাস্তবে রূপ দিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসে চলাচলে অবাধ ভাড়া রোধ করতে ছাত্রলীগ এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছে। আমরা রিকশাচালক এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে তাদের সম্মতিতে এই তালিকা চূড়ান্ত করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের পদক্ষেপকে সম্মতি জানিয়ে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে পরবর্তীতে কোন পদক্ষেপ বা পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে নারীবান্ধব পরিবেশ তৈরি পরিকল্পনা হাতে নিয়ে। কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তারও একটি চক ইতোমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে নারীদের হাইজেন সমস্যা, সাইবার সিকিউরিটি নিশ্চিতে বেশি গুরুত্ব দেওয়া হবে এই পরিকল্পনায় এবং যে অনুযায়ী কাজ করা হবে। 

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর