শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

জাহাঙ্গীরনগরে আসছেন অপি করিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৬:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

আজ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপি করিম। সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব 'একান্নবর্তী'র দ্বিতীয় দিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মৌটুসী জুবায়দা রহমান।

তিনি বলেন, আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি আসবেন। এখন পর্যন্ত নিশ্চিত তিনি আমাদের মাঝে আগামীকাল আসবেন। এদিন বিকেল পাঁচটায় আর্টিস্ট টকে অশগ্রহণ করবেন অভিনেত্রী অপি করিম।


বিজ্ঞাপন


সৈয়দা তুহিন আরা অপি করিম ১৯৭৯ সালের ১ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আর্কিটেকচারের একজন অনুষদ সদস্য।

অপি করিম সর্বপ্রথম শিশু শিল্পী হিসেবে বিখ্যাত ট ধারাবাহিক “সকাল সন্ধ্যায়” অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষিক্ত হন। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল পারুল। ১৯৯২ সালে তিনি সর্বপ্রথম হুমায়ুন আহমেদ পরিচালিত 'শঙ্খনীল কারাগার' চলচ্চিত্রে অভিনয় করেন  তিনি। এরপর অনেকদিন অভিনয়ের বাইরে থাকার পর  তিনি “আনন্দধারা” ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হিসেবে ফিরে আসেন। এই আনন্দধারা ম্যাগাজিনের মাধ্যমেই ১৯৯৯ সালে মিস ফটোজেনিক পুরস্কারে ভূষিত হন।

দীর্ঘ বছর পর ২০২০ সালে 'মায়ার জঞ্জাল' চলচ্চিত্রের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন তিনি। অপি করিম অভিনয় করেছেন অনেক বাংলা নাটকে। তার অভিনীত বাংলা নাটকের মধ্যে রয়েছে; পেছনে সবুজ গ্রাম,রূপোর আংটি, ভালোবাসা এমনি হয়,শ্রেষ্ঠ এবং ক্রীতদাস,তিন জোড়া মন,রক্তকরবী।

২০০৪ সালে 'ব্যাচেলর' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হন তিনি। এছাড়া ২০০৩, ২০০৫ ও ২০০৭ সালে শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর